হয়তো আমাদের আজ সবই বদলে যেত
যদি ২৫ বছর আগে ভালোবাসতে,
হয়তো জীবনের পথচলা আরও মসৃণ হতো
যদি দুই যুগ আগে রাখতে হাতে হাত।
আজ জীবনের পড়ন্ত বিকেলে যখন
জগত সংসারের স্রোতে ভেঁসে চলেছি
আমরা দু’জন দুদিকে,
ঠিক এমনি এক গহিন রাত্রিতে
তুমি এলে আজ আমায় ডেকে।
হয়তোবা তুমি যাবে কাদিঁয়ে আমায়
আমারই কোনো ভুলে কিংবা রাগের কারণে,
আসতে যদি হে “প্রিয়তমা” আমার
ছিল যখন ভরা যৌবনের উচ্ছলতা
ছিল না জগত সংসারের পিছুটান,
ই...স তখন যদি ভুল করে হলেও
এই হাতে রাখতে হাত।