তুমি চাইলে আমি দিতে পারি তোমার জন্য খরস্রোতা নদী পাড়ি
তুমি চাইলে দু’একটা লাইন কবিতা লিখতে পারি,
তুমি চাইলে তোমার জন্য বেসুরা সুরে গানও গাইতে পারি।
তুমি চাইলে শাহজাহানের মত তাজমহল পারবনা বানাতে আমি
তুমি চাইলে রোমিও হয়ে তোমার জন্য হাসিমুখে জীবন দিব আমি।
তুমি চাইলে তপ্ত মরুরবুকে ঘন্টার পর ঘন্টা তোমার সাথে কথা বলতে পারি
তুমি চাইলে তোমার হাতটি ধরে কুয়াশা ভেজা অজানা গন্তব্য পথে নিশ্চিন্ত মনে হারিয়ে যেতে পারি।
তুমি হাসলে অবাক জোছনা আছড়ে পরে ঢেউ
তুমি কাঁদলে আমাবস্যার আঁধার রাত্রি নিকষ কালো
তুমি চাইলে সারাটা দিন গল্প করে অনায়াসেই কাটিয়ে দিতে পারি,
তুমি চাইলে ভালোবাসতে বাসতে তোমাকে ফুতুর করে দিতে পারি
তুমি চাইলেই শুধু পারবনা দিতে “তোমার সাথে আড়ি”।