গ্রীষ্মের রুদ্রতাপে চারদিকে খাঁ খাঁ করে
প্রায় জনমানবহীন এই তপ্ত দ্বীপ্রহরে,
শুণ্য পথে প্রান্তরে যেদিকেই শুধু চাহি
কোথাও যেন একটু সানুগ্রহ নাহি।


হতাশা যেন ঝাপটে ধরে করে হাহাকার
তবুও করোনা জয়ে বুক ভরা আশা সবার,
করোনা বিধ্বস্ত মানুষের ভাষা যেন করুণায় ভরা
কষ্টে মলিন চেহারার মর্ম কথা নাহি দেয় ধরা।


মনিবহারা কুকুর যেমন করুন চোখে চায়
আপন হারানোর ব্যথায় তেমনি নিস্তব্ধ হয়ে যায়,
কেন এমন হল? কি যে হল? মন নাহি কিছু বুঝে
করোনা জয়ে হৃদয় শুধু সৃষ্টিকর্তার করুণা খুঁজে।


(০৭ এপ্রিল ২০২০
শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা)