রাতের নীরবতায় একা একা শুধু তোমায় ভাবি
মনে মনে হৃদয়ের মনিকোটায় আঁকি তোমারই প্রতিচ্ছবি,
সে আলোয় ভাসায় দু’নয়ন রাতের অন্ধকারকে পাশ কাটিয়ে
তোমার ভালোবাসার ছোঁয়ায় নিজেকে তুলি রাঙ্গিয়ে।
স্মৃতিগুলো আজও কাঁদায় আমার অবচেতন মনকে
দূর আকাশে প্লেন যেন হারায় মেঘেতে
মন যেভাবে হারিয়ে যায় মনের অজান্তে।
চাঁদের তুলনা কি আছে অন্য কিছুর সাথে?
অন্ধকারকে দূরে ঠেলে আপন আলো ছড়ায় পৃথিবীর বুকে
সেই আলোতে পিপাসার্থ মানুষগুলো নেই হৃদয় জুড়িয়ে
অথচ কি অবিনশ্বর সত্য এই চাঁদেরই কিনা
নেই কোনো নিজস্ব আলো?
অন্যের আলোতে সে আলোকিত হয়।
সার্থক প্রিয়তমা তুমি, তুমিই আমাকে দিয়েছ আলো
আর সেই আলোতেই আমি আলোকিত,
আমার বিশ্বাস তুমি, শুধুই তুমি আমাকে বানিয়েছ কবি
তাইতো অবচেতন মনে সারাক্ষণ খুঁজি তোমারই মুখচ্ছবি।