আঁধার কালো মেঘ আকাশ অন্ধকার করে মন পাগল করা বৃষ্টি
চায়ের কাপে ঝড় তুলা চুমুকে হৃদয়ে হয়েছে ভালোবাসার সৃষ্টি,
শ্রাবনের প্রথম সকালের বৃষ্টি বিষন্নতা ধুয়ে মুছে দিক সকলের
ঘুচে যাক অতীতের যত অভিমান, দুঃখ, কষ্ট আর গ্লানি মোদের।


অভিমান আর অপেক্ষা দুইয়ে মিলে মিশে একাকার
ভালোবেসেই সহাবস্থান তাই দুঃখ পেলেও থাকে সদা নির্বিকার,
আবেগী হয়ে উঠে শ্রাবনের বৃষ্টিঝরা সকালে মন আমার
অভিমানী হৃদয় আমার তোমাকেই যে পেতে চাই বারবার।


শ্রাবনের বৃষ্টিঝরা রাতে তুমি এসো আমার বারান্দায়
রাখবো হাতে-হাত, চোখে-চোখ আমার হৃদয়ের আয়নায়,
বলবো তোমায় আমার জীবনের না বলা বাকী কথা
কথা দিলাম, আমৃত্যু তোমাকে ছেড়ে যাবনা দাও যতই ব্যথা।