দেখেছ কি মন একবার ভেবে মিছে এ দুনিয়া
সবকিছুই শেষ হবে রুহু গেলে চলিয়া,
তবু নিয়ে দুনিয়া নাওয়া খাওয়া ভুলিয়া
আছি আমরা যে যার মত পড়িয়া।


কাড়াকাড়ি যতই করি টাকা আর বাড়ি গাড়ি লইয়া
নিঃশ্বাস বন্ধ হলে সবই তোমার যাবে পর হইয়া,
তবু কেন মিছে পরে আছি নিয়ে নশ্বর এই দুনিয়া
এখনো আছে সময় লও পাড়ের কড়ি ঘুছাইয়া।


আপন ভালো লাগিয়া ঘুষ দুর্নীতি যেতে হবে ভুলিয়া
হিসেব দিতে হবে শেষ বিচার দিবসে হাজির হইয়া,
ভুলে গেছি সবাই যেতে হবে কবর দেশে চলিয়া
এসো নিজেকে বদলে ফেলি পরকালের চিন্তা করিয়া।