রাগ করে করেইতো কাটিয়ে দিলাম আমার এই জীবন
অথচ জীবনটাকে উপলব্ধি করার এখনই যে অমূল্য ক্ষণ,
হাজারো ব্যস্ততার হযবরল মোড়কে মোড়ানো আমাদের এই মন
তাইতো অকারণেই হৃদয়ে বেজে উঠে শুণ্যতার হাহাকার।
সময় ও স্রোতের মতই চেয়ে দেখি পাশে নেই আজ কেউ আমার
সবকিছু থেকেও যেন কখনো কখনো মনকে গ্রাস করে একাকিত্ব,
অভিমান, না পাওয়ার কষ্ট আর দুঃখরা জীবন জুড়ে চালায় উন্মাদ নৃত্য
আজ আমার বড় একা একা লাগে জীবনের এই পড়ন্ত বিকেলে।
ভালোলাগা গুলো তছনছ হয়ে যায় ভুল বুঝাবুঝির প্রলয়ে
মনের অজান্তেই আজ ঝরে চলেছে শুধু আমার আঁখি জল,
ভালোলাগা, ভালোবাসা কেন যে আমার সাথে করে এত ছল
হৃদয়ের আঙ্গিনায় যেন ভর করেছে আমার সীমাহীন অসহায়ত্ব
ভালোবাসার মানুষের অভিমান, ঘৃনায় আজ আমি বড্ড ক্লান্ত।
মন ভালো রাখার শত চেষ্টা করেও লাগে বড় একা একা
আসলে মন খারাপ যেন আমার কপালেরই লেখা,
ছলনাময়ী আর স্বার্থপর মানুষগুলোর ভীড়ে তুমিই পাশে রবে
বাস্তবে না হোক কল্পনার জগতে, তুমিই শুধু আছ আমার অনুভবে।