প্রিয়তমা খুব ছোট নাম তোমার দু’অক্ষরের
হতে পারতো এটা পাখি, নদী কিংবা ফুলের,
এই সুন্দর সাধারণ নামটা হয়েছে প্রিয় সকলের
দখল করেছ সবটুকু জায়গা আমার হৃদয়ের।


দেখেছি তোমার বিষ্ময় ভরা অবাক চোখেতে
তুমি আছ আমার বুকের বাম পাশটাতে,
যেখানে হৃৎপিন্ড ওঠানামা করে পাঁজরের অস্থিতে
তুমি আছ আমার চোখের ঠিক মাঝখানটাতে।


হয়ে আছ ক্লিওপেট্রা আমার আপন ভাবনাতে
যতই ভাবি তোমার ছোট্র নামটি নিয়ে,
হারিয়ে যায় ততই ভাবনার অতল গহ্বরে
না জানি কি যাদু লুকানো আছে ঐ দু’অক্ষরে!