পাঁচ মিশালী পাগল আছে
ছড়িয়ে আমাদের চারপাশে
কেউ পাগল কালো টাকার
নেশার ঘুরে ছুটছে শুধু গড়তে টাকার পাহাড়
কেউ পাগল গ্রাম ছেড়ে ঢাকায় পাড়ি দেবার
কেউবা আবার পাগল প্রেম ভালোবাসার
চোখে চোখ হাতে হাতটি রেখে পার্কে গিয়ে বসার
গাড়ি রেখে শখ সিএনজি আর রিক্সায় চড়ে ঘোরার
কেউ পাগল সিগারেট, মদঁ কিংবা জুয়ার
তাইতো নব্য পাগলরা সব মজে থাকে নেশায় ইয়াবার
বিয়ে পাগল নান্টু ঘটক শালীর পিছে ঘুরে
আনন্দ মামলায় ফেঁসে গিয়ে শ্রিঘরে রয় পরে
গাইতে থাকে মনের দুঃখে গুণগুনিয়ে
“মধু কই কই আরে বিষ খাওয়াইলা
কোন কারণে ভালোবাসার দাম ন দিলা”
কেউ পাগল সংগঠনের বড় পদ পাওয়ার
নেতা সেজে সরলতার সুযোগ নেওয়ার
আশায় আাশায় কেউ গাগল কেউবা পাগল নিরাশায়
তাইতো আাশা’রা বেঁচে থাকে কারো উষ্ণ ভালোবাসায়,
আশাহত হয়ে কেউবা শোকে পাগল প্রায়
কেউ পাগল মাসল বানানোর আশায়
নাওয়া খাওয়া ভুলে গিয়ে জিমে পরে রয়,
চারদিকে যতই থাকুক হরেক রকমের পাগল
খুশি এই ভেবে ‘আমি শুধু তোমার জন্য পাগল’।