যদি পরের জনমে আমি পাই দেখা তোমার
এই জীবনের ভুল গুলো শুধরে নিব আবার
যখন তোমার বয়স হবে উনিশ কিংবা কুড়ি
তখন আমি প্রেমে পড়বো তোমায় বানিয়ে কবি।


যে নামেই তুমি থাকো না কেন রুমা, তমা, কিংবা নবনী
আমিই হব তোমার জীবনের প্রথম পুরুষ ওহে টুনটুনি
যদি পরের জনমে আবার হও শুধু আমার তুমি
অভিমান আর বাস্তবতার দূরত্বটা চুকিয়ে নিব আমি।


তোমার সুরেলা কণ্ঠের নেশায় মাতাল হবো আমি
তুমি হাসলে রাজ্যেরসব সুখ চুরি করে তোমাকে দেব আমি
তুমি কাঁদলে চোখের পানি শুষে নিতে পাহাড় হবো আমি
এই জীবনের না বলা সবগুলো কথা শুনাব তোমায় আমি।


রক্ত কণিকা হয়ে শিরা-উপশিরায় প্রবাহিত হব
শিশির বিন্দু হয়ে তোমার শরীরে জড়িয়ে থাকব,
পাদুকা হয়ে তোমায় অনস্তকাল বয়ে বেড়াব,
কৃষ্ণচূড়া হয়ে তোমার বারান্দার সামনে ঠাঁই দাঁড়িয়ে রব।