হৃদয়ের গভীরে ভালোলাগা গুলো জমে জমে
তৈরি হয়েছিল এক গোপন হীরকখনি,
কেহই জানিতো না?
এমন কি যার বুকে খনি, সেও না!
ঠিক তখনই বৈশাখের এক পড়ন্ত বিকেলে
তোমার সঙ্গে অনেক প্রতিক্ষার প্রথম দেখা।
সূর্য যখন রাত্রিকে আলিঙ্গনের মুহূর্তে ব্যস্ত
সেই মাহেন্দ্র ক্ষণে আমি দেখলাম  
তোমার বিশ্ময়ভরা দুটি চোখ।
হৃদয়ে ঝড় তোলা তোমার সুরেলা হাসি
অজানা এক ভালোলাগায় কথা হয়নি প্রাণ খুলে
আমাদের দৃষ্টি বিনিময় ছিল শুধুই সৌজন্য।
তোমার ছিল কি যেন এক কাজের তাড়া
মনকে বুঝিয়ে বললাম আজ না হয় সে চলেই যাক,
অন্যদিন না হয় হবে কথা মন খুলে।
প্রথম দেখার বিদায় পর্বটি ছিল খুবই সাদামাঠা
তখনও কি জানতাম আমি?
যে প্রকৃতির সমস্ত রঙ লুকিয়ে রয়েছে
ঐ সাদামাঠা বিদায় পর্বটির মাঝে।