দুর্ঘটনায় যখন আমি চারদেয়ালে বন্দি হয়ে ঘুরছি হুইল চেয়ারে
তুমি তখন মমতা আর ভালোবাসায় রেখেছ আগলে আমারে,
সহধর্মিণী, তোমাকে দিলাম আজ হৃদয়ের সবটুকু ভালোবাসা
তুমিই আমার আগামী দিনের বেঁচে থাকার প্রেরণা ও আশা।


ধরণীর সবাই যখন রাত নিশীথে ঘুমের রাজ্যে ভাসে
তুমি তখন নির্ঘুম রাত কাটিয়েছ আমার শিয়রে বসে,
তোমার আদর সোহাগে আমার দুঃসহ স্মৃতিকে ভুলে যেতে চাই
সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা অন্ধকার শেষে যেন আলোর দেখা পাই।


জীবনের শেষ দিনগুলোতে যখন নিভে আসবে প্রদীপ বাতি
সবাই দূরে গেলেও, তুমিই তখন হবে আমার স্বপ্ন সারথী,
আসুক যতই অভাব, দুঃখ, কষ্ট আর চড়াই উৎরাই
তোমার দু-হাত ধরেই যেন বেঁচে থাকার অনুপ্রেরণা পাই।