জড়িয়ে আমি ভালোলাগা আর ভালোবাসার স্বপ্নজালে
আটকে গেছি জগত, সংসার ও বাস্তবতার বেড়াজালে,
বন্দি হয়ে আছি আমি চন্দ্র তাঁরার ইন্দ্রজালে
দুঃখ ও কষ্ট গুলো লুকায় হাসি মুখের অন্তরালে।


কলরব হয়ে উঠে নীরব, যখন অভিমান করে কড়াল গ্রাস
সুন্দর সুখানুভূতিরা ব্যথিত হয়ে করে শুধু আসফাস,
অভিমানী মনকে সংগে নিয়ে তবুও আগামীর পথ চলতে হয়
২৪/৭/৩৬৫ হাজরো চেষ্টা করি আমার তুমি’কে করতে জয়।


(মনের গহীনে জমে থাকা ইচ্ছে গুলো আজ নদীর মত নীরব শান্ত স্থির শিথিল তোমার ভালোবাসা প্রাপ্তির আদরে আদরে। আমি হেরে যেতে দেখেছি তোমার কাছে আমার আমি’কে প্রতিটি মুহূর্তে। রক্তের প্রতিটি কণা বহন করে তোমার অস্তিত্ব। তোমার পায়ের ছাপ নিঃশব্দে অনুসরণ করে ইস্পাত কঠিন বর্ম বেধ করে চুপিচুপি বলছি অবিরত ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি আমি শুধুই তোমাকে।)