ক্ষয়িষ্ণু এই নশ্বর পৃথিবীতে এক দিন সবই যাবে ক্ষয়ে
জীবনের আঁকাবাকা পথে চলছি আমরা যে ভালোলাগার আলো জ্বালিয়ে,
হয়তোবা একটু একটু করে সেও পুড়ে পুড়ে যাবে নিঃশেষ হয়ে
প্রভাতের তেজোদ্দীপ্ত সূর্য ও বেলাশেষে যায় ক্ষীণ হয়ে ।
খরস্রোতা নদীও সাগরের টানে ছুটছে মিলনের বেকুলতায়
চাওয়া-পাওয়ার হিসেব মেলাতে মেলাতে একদিন পৌছে যাব আপন ঠিকানায়,
জীবন ও জীবিকার পিছনে ছুটতে ছুটতে যদি দেহ হয় ক্লান্ত নিথর
শেষ আশ্রয়ের ঠিকানাটাও যেন হয় বন্ধু তোমার হৃদয়ের ভিতর।