ক্ষণিকের এই পৃথিবীতে যদি সবই হয় অভিনয়!
তাহলে তো তুমি, আমি কেউই এর ঊর্ধ্বে নয়?
তবুও আমরা মিথ্যে অভিনয়ের মায়ায় পরে রয়
ভুলের মাশুল দিতে কি জীবনী শক্তি করছি ক্ষয়?


সম্পর্ক পুরোনো হলেই যে এর ব্যবচ্ছেদ শুরু হয়
অথচ শুরুতে আস্থা আর বিশ্বাসেই আমরা অবিচল রয়,
একআকাশ ভালোবাসা বুকে নিয়ে আটকে আছি তুমিময়
ছেড়ে যাব না আসুক যতই ঝুঁকি, বাঁধা কিংবা ভয়।


ভালোবাসার রাজপ্রাসাদে না লাগুক প্রতিহিংসার আগুন
ফিরে আসুক আবার সুদিন লাগুক মনেতে ফাগুন,
জ্বলে-পুড়ে নিঃশেষ হবো তবুও ছাড়বো না আমি তোমাকে
ভালোবাসতেই হবে ২৪/৭ ভালোবাসার আজন্ম কয়েদীকে।


(২১ অক্টোবর ২০২৩
শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা)