ধীরে ধীরে আমাদের সামনে এগিয়ে চলা
যেন নতুন করে শুরু করার অনন্ত পথচলা,
চলতে চলতে আছি যে শুধুই অপেক্ষায়
সেই মাহেন্দ্রক্ষণে আমরা পৌঁছাতে চাই।


নতুন কোনো জায়গা নতুন কোনো পরিবেশ
দিন গেলে ও রয়ে যায় ভালোলাগার রেশ
তোমার হাসি, গুণে, রুপে সোহাগে আমি মুগ্ধ
প্রিয়তমা তুমিহীনে আমি হয়ে যায় স্তব্ধ।

তুমিহীনা চলব কেমন করে এই অভিমানী
দূর অজানা গন্তব্য পথের তুমিই সারথী,
কণ্টকাকীর্ণ পথ পাড়ি দিব নির্ভয়ে আমি
যদি হাত ধরে সাথে থাক প্রিয়তমা তুমি।