মাঝে মাঝে ভালোবাসা মনে হয় হেমলক বিষের মত
রক্তে মিশে শরীর ও অনুভূতিগুলো অবশ করে দেয়,
অভিমান ও ভালোবাসার অদৃশ্য কষ্টগুলো আছে যত
পুরো হৃদয়টাকে দুমড়ে-মুচড়ে ক্ষতবিক্ষত করে দেয়।


ভেঙ্গে-চূড়ে নিজেকে আবিষ্কার করি আগামী দিনের আশায়
বাঁশের কঞ্চি দিয়ে কষ্টের শুরু সেই ছোট বেলায়,
হরেক রকমের কষ্টের বোঝা এখনো বয়ে বেড়ায়
তবুও তোমার ভালোবাসা চকচক করে হৃদয়ের আয়নায়।


সামান্য সুইয়ের আঘাতেই ভয়ে আঁতকে উঠতাম এতদিন
ছুরি, কাঁচি কিংবা জটিল অপারেশনের ভয়েও এখন বিচলিত নই,
পরাজয় বরণ করে ভালোবাসার অসীম শক্তির কাছে সব ভয়
সাহস সঞ্চয় করে বাকী পথটুকু পাড়ি দেবো বেঁচে আছি যতদিন।


পাহাড় পরিমাণ সুখও ছোট্র একটা কষ্টে চাঁপা পরে যায়
ভালোবাসা তবুও মিলেমিশে থাকতে চাই হৃদয়ের মণিকোঠায়,
ঠিক তখনই বাস্তবতা যেন চীনের প্রাচীরের মত বাঁধা হয়ে দাঁড়ায়
তারপরও তুমি, আমি আর ভালোবাসা মিলেমিশে একাকার হয়ে যায়।