তোমার স্মৃতিগুলো ধারণ করে হৃদয়ে
ভালোবাসা আর ভালোলাগা জমে জমে
লেখাগুলো বের হয়ে আসে কবিতা আকারে
স যতনে জমা রাখি বাংলা কবিতার আসরে।


শরীরের প্রতিটি অংগ প্রতঙ্গ মৌমাছি হয়ে
চলে যায় উড়ে সুদূর রামরাইলে,
রাত দিন মধু সংগ্রহ করে করে
জমা রাখে বুকের বামপাশের হৃদয়চাকে।


এই মনের গভীর থেকে গভীরে
মস্তিষ্কে ভাবনার স্নায়ুকোষ যেখানে
র্শীষস্থানটি দখল করে আছে সেখানে
ভালোবাসবো আমৃত্যু কারণে কিংবা অকারণে।


আমার তো তুমি হীণা নেই এমন কেউ
তোমাকে ভেবেই খেলে ভাবনার সাগরে ঢেউ,
তোমার সুরেলা কণ্ঠ আর তীক্ষ্ণ দৃষ্টি
আমার মাঝে করেছে কবিতার সৃষ্টি।


মনে মনে সারাক্ষণ আঁকি তোমারই ছবি
শেষ পর্যন্ত তুমি বানিয়েই ছাড়লে আমাকে কবি,
আমি ছলা কলা কিংবা মিথ্যে আশ্বাসে নয়
বিশ্বাস আর ভালোবাসা দিয়ে তোমায় করবো জয়।


আমি ঘুমের ঔষধ খইয়ে নয়
ভালোবাসার ছুঁয়াতে তোমায় ঘুম পারাবো,
আমি হাসিমুখে কান্না করা নয়
কান্না লুকাতে তোমায় হাসাবো।