বাতাসে কিসের ঘ্রাণ? এতো এইদিন
একুশে ঘটে যাওয়া- অমর রক্তের,
এই রক্ত জমা আছে সন্ধ্যার আকাশে
লালরঙ ছেঁয়ে গেছে পড়ন্ত অক্তের।


এই দিন কৃষ্ণচূড়া ডেকেছে স্মরণে
লাল হয়ে ফুটে আছে ডালের আসন,
হলুদ গাঁদা গোলাপ প্রচুর ফোঁটায়
স্বর্ণ সম্মানে তাদের করেছে ধারণ।


প্রথম ফাগুন পাখি থাকে নিস্তব্ধতা
হঠাৎ গুলি শুনেছে, একটি একুশ,
বহুদিন দেশ ছেড়ে পালিয়েছে দূরে
ভাষা,প্রাণ নেয় যদি, পাক কাপুরুষ।


পাখির মায়ের ভাষা পাখির গলায়
ফাগুন এলে ডেকেছে ,শিমুল ডালের
শহীদের রক্ত গুলো শিমুলের ডালে
যুগযুগ জেগে ওঠে জনম কালের।


আমাদের মাতৃভাষা, মধুময় বাংলা
মায়ের ভাষার জন্য প্রথম সংগ্রামী