জন্মের পরে শাল দুধ তুমি খাবা
খাওয়াবে সবাই জোর করে দিবে চুমা
প্রতিদিন গরুর দুধ দিবে পাশাপাশি
ছয় মাস পর সুজি কিংবা খিচুরি
খাওয়াবে মা হা করি।
দুই বছরেতে ভাত মাছ না খেলে
দিবে তোমায় ভয় দেখিয়ে।
পরের বছর আদর্শলিপি পড়াবে আদর করে,
ছড়া কিংবা কবিতা পাড়ি কিনা জিজ্ঞাসা করবে সকলে।
প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক যেতে হবে স্কুলে
ছয় প্লাস বয়স হলে ভর্তি হবে সবে।
সাত বা তার বেশি হয় যদি বয়স
আলাদা বিছানায় দিবে তোমায় ঘুমুতে
তের কিংবা পনেরতে যৌবন শুরু
বধূ দেয় না কেন জোর করে কোন গুরু।
বলে বয়ঃসন্ধি কাল বুঝে সে কি কিছু
আঠারতে যায় কেটে বয়ঃসন্ধি
পড়াশুনায় ঘোর মনযোগ প্রতিষ্ঠিত হতে হবে।
ভার্সিটি শেষ করে বসে থাকে কারণ বেকার
কর্মের সন্ধান মিললে করবে বিয়ে আশা সবার
ত্রিশ হয়ে যায় এমনিতে কাবার
পনের বছরেও দেয় নি কেউ তোমায়
আর কত কাল তাকিয়ে থাকবে পরিবারের দিকে
নিজের বিয়ে নিজে করবে এটাই অঙ্গিকার।