আবছা আলোতে হাতছানি দিয়ে ডাকছে সে মায়া,
মন যে বড়ই বেহায়া।  


সব বলতে চাই তোমায়, কিন্তু তোমার অবুঝ কল্পনায়,
হয়তো থেকে গেছে কিছু ভুল,  
মুখ থুবড়ে পড়ে আছে তাই মন বাগানে ফোঁটা সে শুভ্র গোলাপ ফুল।


ক্ষণ গুনে যায় অপেক্ষার তাঁরারা,
বলবে হয়ত যদি সরাও তুমি পাহারা।  


থাকতে চাইছে না আর মন গহীনে তারা,
বলছি হয়ত মনে মনে আছে জানা,
আর কেউ না জানুক তা চন্দ্রিমার কাছে নেই যেতে মানা।



রচনাকাল - ৪ বৈশাখ, ১৪২৯