একটি সকাল, একটি গোলাপ, আর তুমি,
কত প্রতীক্ষা, কত কিছু আয়োজন,
তোমায় দেখেছি দুচোখ ভরে,
আর কিছু না চায় মন।


পাশাপাশি বসে একটু আলাপ,
একটু মন বিনিময়,
হাতে হাত! হবে হয়ত!
মুহুর্তরা মনে জেগে রয়।


পাখি, গান গাইছে আজ,
অন্য রকম সুরে,
মনে হচ্ছে বসন্তের ডাক,
চলে এসেছে আজ ভোরে।


হাসছো তুমি, দেখছি আমি,
হোক তবে চলো নতুন কিছু,
সূচনায় তুলেছ এত আলোড়ন,
মন চলে যায় তোমার পিছু।


ভালোবাসো হাসতে,
আচ্ছা হাসো তবে,
মুহুর্তটা স্মৃতি হয়ে থাক,
মনে যে বেজে রবে।


হেঁটে যাই পাশাপাশি,
তুমি আছো তাই,
হালকা মৃদু নরম সুরে,
মনের কথা তবে বলে যাই।


আচ্ছা! বলেছ তুমি,
ফ্রেমবন্দি চলো তবে হই,
আর আমি তো তৈরি,
তোমার সাথে আজব চোখে চেয়ে রই।


রিকশায় চলো হতে হাত রেখে,
আচ্ছা হ্যা! পাশাপাশি বসে,
দেখছি বারবার তোমার চোখে,
যাচ্ছি অজানায় অতলে ভেসে।


পার হই রাস্তা তবে,
আমি তো আনমনে,
সযত্নে হাতটি আমার,
তুমি নিয়েছ টেনে।


পথ? সে তো নয় বেশি,
জানি তবু, কেন হচ্ছে আজ,
শেষ যেন না হয় ক্ষণ,
মনে যে বসন্তের সাজ।


ছেড়ে যেতে চাইছি না,
মনে হচ্ছে কি যেন যাচ্ছি ফেলে,
পারব তবুও হোক না কষ্ট,
তুমি ভালোবাসা দিলে।



রচনাকালঃ ১৩ মাঘ, ১৪২৮