না দেখা সে প্রেম, অদেখা ভালোবাসা,
অবুঝ এ মনে জাগায় মিটিমিটি আশা।


কবে সে ডাকবে তার মনের দুনিয়াতে,
কবে সে চলবে পথ, আমার হাত রেখে হাতে।


কণ্ঠে তার যাদু আছে, টানে শুধু তার কাছে,
তার হাসিতে মুক্ত ঝরে, দেখতে অনেক ইচ্ছে করে।


কতদিন আর থাকবে দূরে নিজেকে আড়াল রেখে,
কবে যে আমার চোখ জুড়াবে তাকে সম্মুখে দেখে।


প্রতিক্ষণে তাকে ভাবতে ভাবতে কখন যে যায় বেলা,
তার জন্য বুনেছি স্বপ্ন, মনে সহস্র তারার মেলা।


প্রেম নিয়ে তার অবুঝ ভাষা, তাকে বোঝাবো কেমন করে,
কিভাবে যে বোঝাই তারে, প্রেম মনে মন মিললে আসে।


তার মনের নদীতে প্রেমের নৌকা হয়ে ভেসে,
তাকে নিয়ে পাড়ি দিতে চাই, অজানা-অচিন দেশে।


চলতে হবে অনেকটা পথ, সময় অনেক বাকি,
তার জন্য গোধূলি বেলায় আনমনে বসে থাকি।


কেন সে বোঝে না তাকে যে আমি কতটা ভালোবাসি,
তাকে খুঁজে যায় প্রতি মুহূর্ত আমার এ দুই আঁখি।



রচনাকালঃ ৩১ জ্যৈষ্ঠ, ১৪২৮