হাজার গোলাপের ভিড়ে
তুমি যে শুধু আমার,
তোমার চোখে দেখছি জীবন
চাই না তো কিছু আর।


অপরাহ্ন ছিল রঙিন সেদিন
তুমি পাশে ছিল তাই,
দূরে যতই থাকো তুমি
মন তোমাতেই ফিরে ফিরে যাই।


ভেবে তোমার কথা আর
চিন্তামগ্ন এ অন্তর,
পাড়ি দিয়ে পৌঁছাতে পারি
হাজার পথ আর প্রান্তর।


এক নজর দেখে
তোমার মধুর ওই হাসি,
দুঃখ দূরত্ব সব ভুলে
তোমায় জড়িয়ে ভালবাসি।


তোমার স্পর্শ হয়ত
জানে যাদু কোন এমন,
এক মুহুর্ত চাইনা ছাড়তে
কি করি বলো এখন?


হাতে রেখে হাত তোমায় ছুঁয়ে
ক্ষণ যত বয়ে যায় যাক,
কাজলকালো চুলে সে সুবাস
মায়ায় বেঁধেছে বাঁধতে থাক।


যেয়ো না দূরে কভু
থেকো সবসময় আমার পাশে,
তোমার সাথে যেন আমার
প্রতিটা প্রত্যুষ অপরাহ্ন হাসে।


পথের শুরু আর শেষটাতে
শুধু তোমাকেই চাই,
বুজে এ দু'চোখ খুব করে
তোমাকে যে খুঁজে পাই।



রচনাকাল - ২১ অগ্রহায়ণ, ১৪২৯