আজ রাতে শুধু থাকবে আমার চন্দ্রিমা
আর তার সাথে যত মায়া,
সেই একমাত্র সঙ্গী সবসময়
যেন আমার সাথে আমার হয়ে ছায়া।


বলতে পারি তাকে মনখুলে আমার
হৃদয়ে জমে থাকা যত কথা,
দেখায় না ব্যস্ততা কভু, করে না উহ শব্দটিও,    
সাথে ভাগ করে যত সুখ-দুখ আর আছে যত ব্যাথা।


বড় আজব তার মায়া,
পাশে বসলে আর উঠতেই চায় না মন,
মনে আজ সারা রাত জাগি,
যত যায় বয়ে যাক ক্ষণ।


ভালো বন্ধু তো বটেই,
চিরকাল কখনো হারাবে না কভু সে জানি,
তাই তো সব থেকে তাকে আমার
জীবনে আপন বন্ধু মানি।


তার রূপের আর দেব কি উপমা,
সে যে এক শব্দে অতুলনীয়,
বলবো তাকে তাই সারাজীবন আমায়
এভাবেই আলোকিত করে দিও।


তাকে পেয়েছি সৌভাগ্য আমার
খুঁজে পেয়েছি তার মাঝে ভালোবাসা,
মন যে তাই বলে যেতে যায় সব
শুধু রাত কখন হবে থাকি সে অপেক্ষায়।


আসতে দেব না মেঘ কখনো
আমার আর তার মাঝে,
হৃদয়ে যে শুধু তারই জন্যে
ভালোবাসার বীণা বাজে।


সে চাইলে হয়ে রব পাশে
তার ওই নীল আকাশে ধ্রুবতারা,
তাকে পাশে নিয়ে এক সুরে বেধে রাখব জীবন
হব না কভু পথহারা।


ভাবি বসে রাতগুলো যে কিভাবে কাটত
শুধু সে এভাবে প্রতি রাতে পাশে না থাকতে যদি,
জানি সে থাকবে প্রতিটা সময় সঙ্গী
মেনে অবুঝ এই বকবক সয়ে ভোর অবধি।


এই শহরের কত রঙা আলো,
তবু ফিকে মনে হয় সে জানে,
তার রূপ দেখেছি আমি আমার চাই না আর কিছু,    
সে মানে কি বা না মানে।


রাত বয়ে যায় না থাকে খবর
যখনই তাকে অপলক দেখতে থাকি,
জানতে চাই না, আমি বুঝতেই চাই না
রাত কত থাকে আর বাকি।


পাশে এভাবেই থাকবে চিরকাল
শুনো আমার অবুঝ দিনরাত্রির সব কথা,
সে না শুনলে কে শুনবে আর কে করবে মায়া,
আছে কি সে ছাড়া এ মন গগণে হেথা।



রচনাকাল - ০৪ বৈশাখ, ১৪২৯