পেয়েছি তোমায় আজ পাশে
মন মিটিমিটি হাসে,
তোমায় জড়িয়ে
মন নদীতে প্রেমের তরী ভাসে।


বিকেলটা আজ সুন্দর এত
যেন বড়ই একটু রঙিন,
মনে হয় কতকাল প্রতীক্ষায়
এলো রোদ ঝলমলে দিন।


আকাশটা কেন সুন্দর এত
চেয়ে থাকবো যখনই ভাবি,
কাজলকালো ওই দুই নয়নে
বাঁধা পড়ে যাই যে আমি।


হিমেল হাওয়ায় তোমার চুলে
উড়ছে যেন একটু দুলে,
বুলিয়ে দেই একটু ছোঁয়ায়
সাজিয়ে দেই সাদা গোলাপ ফুলে।


মন বিনিময় হাতটি ধরে
পাখিদের দল গান যে করে,
বসন্ত আজ এলো বুঝি এ শীতে
মনের গহীন ঘরে।


বসে পাশে তুমি আছো আর আমি
মাথা রেখে তুমি কাধে,
মনে হয় যেন যাই ঘুমিয়ে
তোমায় এ দু'হাতে রেখে বেধে।


বিকেলের শেষ সূর্য তখন
নিচ্ছে বিদায় তবু,
তোমায় দেখার শেষ যেন নেই
শেষ হবেও না কভু।


গোধূলি বেলায় লেকের জলে
তোমার ছায়া ভাসে,
সূর্যের শেষ কিরণটুকুও
আমাদের দেখে হাসে।


বসে বসে আজ দেখছি সন্ধ্যে
তোমায় পাশে নিয়ে,
মনে মনে যে কখন দু'জনে
এসে গেছি অনেক এগিয়ে।


একটু করছে শীত যখনই
ঠাণ্ডায় আমি কাতর,
জড়িয়ে নিয়েছ তুমি যে আমায়
দিয়ে ভালোবাসার চাদর।


অনেকটা সময় গেছে পেরিয়ে
যদিও মনে কারো নেই,
উঠতে যেন চাইছিই না কেউ
থাকার বাহানা খুঁজে রই।


উঠতে যে হবে, চলো তবে,
পাশাপাশি হেঁটে,
যেতে যেতেও কথা একটি দু'টি
তোমার হাতে হাত রেখে।


একটু থেমে পথের ধারে
বলবে কিছু কি তুমি,
জড়িয়ে সে মায়ার বাঁধনে
ভুলবো না কখনো আমি।


হাতের রেখায় বলছে কথা
রেখেছি ধরে তাই,
সারাজীবন তোমায় যে শুধু
আমারই পাশে চাই।


রাখবো ধরে এভাবে করেই
থাকবে তুমি সাথে,
আসুক যতই বাঁধা,
তোমায় দেব না ছেড়ে যেতে।



রচনাকাল - ২৩ মাঘ, ১৪২৮