তুমি আছো তাই স্বপ্ন গুলো পেয়েছে রঙিন ভাষা,
তোমার জন্য মনে জমেছে অশেষ ভালোবাসা।


তুমি যদি চাও সাজাতে পারি আমাদের পৃথিবীটা,
আজ না হোক, হবে তো একদিন সুন্দর সে শুরুটা।


তুমি আছো তাই মনে বেঁধেছে প্রেম ধনুকের তীর,
তোমার জন্যে বাঁধব যতনে আমাদের ভালোবাসার নীড়।


তোমায় দেখে কাটাতে পারি আমার সারা বেলা,
তোমায় সাথে নিয়ে ভাসাব প্রেম সাগরে ভেলা।


তুমি আছো তাই কষ্টেরা সব নিয়েছে একে একে ছুটি,
তোমার চোখে দেখেছি আমাদের ভালোবাসার পরিণতি।


স্থির থাকতে পারি না গো আমি একদিন না দেখে তোমায়,
একবার শুধু আসতে বললে তুমি, আর কে আমাকে থামায়।


তুমি আছো তাই পাখিদের গানে পাই খুঁজে ছন্দ তোমার,
লিখতে পারি হাজারো কবিতা ছন্দ হয়েই থেকো তুমি আমার।


প্রতিটা দিনের সব মুহূর্ত চাই তোমায় শুধু আমার পাশে,
তোমার হাত ধরে যেন প্রতিটা সকাল আমার জীবনে আসে।


তুমি আছো তাই ভালোবাসা সব তোমার জন্যে রেখেছি তুলে,
দিয়েছি স্থান মনের গভীরে তোমায় পারব না কভু যেতে ভুলে।


থেকো তুমি পাশে এভাবেই যেমন আছো আমার সবটা জুড়ে,
তুমি, আমি আর আমাদের স্বপ্ন নিয়ে যেতে হবে অনেক দূরে।



রচনাকাল - ১২ চৈত্র, ১৪২৮