আজ নিজেকে বড় শূণ্য শূণ্য লাগেে
এমন কি ছিল যা আজ নেই
কতটুকুই বা ছিল
যা একেবারে নিঃশেষ হয়ে গেছে

সত্যিই কি আজ আমি নিঃশেষ
নাকি অমবস্যার চাঁদের মত থেকেও নেই
আজ কি হৃদয়ে গ্রহন লেগেছে
যা একটু একটু করে আমায় শেষ করে দিচ্ছে

কি আছে এ হৃদয়ে শেষ হওয়ার মত
তোমার ভালবাসা ছাড়া অন্তরে তো আর কিছুই রাখিনি

তবে কি আজ তাই...........................।।