অনেকদিন পরে এলাম আবার তোমার দেশে ---
জানি না আজও বেঁচে আছ কিনা, নাকি অনিমেষে
জ্বলছে তোমার ধূসর দু’চোখ আমার অলখে;
ঘুমের দেশে হয়তো স্বপ্ন নেই তোমার পলকে !
তোমার পালক পলকা তবু রেখেছি শরীর ঘেঁষে,
ঘষা কাচের পালক হলাম এই অবশেষে ।


জানি না সেই জোনাক কাফি, গেয়েছিলে যা একা ---
গাও কি আজও, নাকি দিয়েছো কাউকে চোখের ছ্যাঁকা !
লোকের মুখে শোনা সবই, হয়তো সবই ভুল ---
ভুলের কাছে বেভুল বড়ো জীবনের মাস্তুল ।
জীবনের লেখা লিখিনি আজও, অপেক্ষার অবহেলা ---
যবন ছিলাম, হলাম কাফের --- বিনিবর্তনবেলা ।
পায়ের তলার সর্ষেগুলো বড্ড কঠিন তাই,
তোমার কাছে এলাম ফিরে --- এবার আমি যাই !


--- ০৯/০৭/২০২১ (রাত ৩টে ০৩ মিনিট) কলকাতা