আমার বাংলা চুলখোলা মেয়ে
বন্দি গৃহের গহর
আমার বাংলা উদার হাসে
অঞ্চল থেকে শহর


আমার বাংলা কোন বিধবা
কোন বিরহীর বাঁশি
আমার বাংলা উচ্চৈঃশ্রবা
বোররাক আগ্রাসী


আমার বাংলা শান্ত নিমাই
উচণ্ডা কোন বীর
আমার বাংলা বাউল কানাই
হিন্দোল-হাম্বীর


আমার বাংলা আমার চেয়েও
বোঝে আমার আমি
আমার বাংলা কাঙাল হয়েও
অনেক অনেক দামি


আমার বাংলা যেমন সেপাই
তেমনি মায়ের আঁচল
আমার বাংলা পৌরুষে ভাই
নগ্না নারীর কাঁচল


আমার বাংলা কোন ইতিহাস
দ্রাবিড়-মোগল-চিন
আমার বাংলা সেই যে সুভাষ
মাস্টার দা'র ঋণ


আমার বাংলা শরৎচন্দ্র
ঈশ্বর মাইকেল
আমার বাংলা আগুনমন্দ্র
জীবনের সাইকেল


আমার বাংলা ঘর্ঘর ওই
ফুটপাত ট্রাম-ট্রেন
আমার বাংলা কতই তা থৈ
মৃত্যুর সাইরেন


আমার বাংলা লাল পলাশি
যেমন অবিশ্বাস
আমার বাংলা খাই খালাসী
বন্ধক নিঃশ্বাস


আমার বাংলা স্বয়ম্বরা
রক্তরোদের স্নান
আমার বাংলা কোন মহড়া
মড়ক-মরুদ্যান


আমার বাংলা সেই রহমান
বন্ধু যে দুর্বার
আমার বাংলা রফিক সালাম
বরকত জব্বার


আমার বাংলা অশ্রুমতী
গায় কাঁটাতার তার
আমার বাংলা গর্ভবতী
আগামীর আত্মার


আমার বাংলা রাজমহলেও
শূন্যের অধিকার
আমার বাংলা ছিটমহলেও
জীবনের দাবিদার


আমার বাংলা লাল সূর্যের
তলায় সবুজ জমি
আমার বাংলা রণতূর্যের
সঙ্গে কী গায় নমি


আমার বাংলা কবর শ্মশান
খবর খবরদার
আমার বাংলা ওই যে মহান
দুই পাড় পদ্মার


আমার বাংলা কতই শহিদ
বেনাম যে উড্ডীন
আমার বাংলা কোন মুজাহিদ
রক্তাভ রাতদিন


আমরা বাংলা রিমিঝিমি
কোন হুরী ঝংকার
আমার বাংলা যে গর্বিণী
গর্ভিনী হুংকার


আমার বাংলা তোমায় দিলাম
আমার যা সম্ভার
আমার বাংলা তোমায় সেলাম
কুর্নিশ বারবার


আমার বাংলা একুশে আইন
দুনিয়ার সাথে আড়ি
আমার বাংলা একটি লাইন
একুশে ফেব্রুয়ারি
আমার বাংলা অমর লাইন
একুশে ফেব্রুয়ারি


--- ২১/০২/২০২২ / বীরনগর (কলকাতা)