ভালোবাসা ভেজানো গিলটি সোনার জলে
সোনার আভাস আমি ক্যানভাসে চাই না।
হয়তো রূপের মোহর পড়েছি ছলে
রুপোর মোহর আমি গুনতে যে পাই না।


ভালোবাসা কাকে বলে ? সে প্রশ্ন এখন থাক
উত্তর আমি চাইনি তো কখনো !
পিকবসন্ত না সে তীর্থের কাক
প্রশ্ন সে যে নিরুত্তর এখনো !


তবু ভাবি মাঝে মাঝে ভাবনায় আংশিক
ভালোবাসা তুমি কার নীল হাতে কোকনদ ;
ভালোবাসা ভালো বাসা --- নয় সে আবশ্যিক
ভালোবাসা আবাসিক, কার ঘরে তার বসত !