যদি জীবনানন্দ পেতে চাও
একবার
ট্রেনের মাটিতে বসে দ্যাখো।
দরজার পাশে ফুরফুরে হাওয়া
উল্টোদিক থেকে স্বয়ং
জীবনের হাতছানি।


মস্তিষ্কের করোটির পিছনে
যে চতুর্থ চোখ
তার সামনে একবার খুলে তাকাও
জীবনের যত পাপ
যত কেচ্ছা ম্লেচ্ছ
সব ধুয়ে দাও নিজের দৃষ্টির বশে।


মানুষ পৃথিবীতে বাঁচতে আসেনি
এসেছে মরার অপেক্ষা করতে,
এ কথা সর্বৈব মিথ্যে
প্রমাণ করো তুমি !
প্রমাণ করো তুমি মানুষ
পৃথিবীকে ঈশ্বরের শ্রেষ্ঠ উপহার !


গতিময় পৃথিবী
মানুষও গতিময়
তাই পৃথিবীর মাটিতে বসার আগে
একবার
ট্রেনের মাটিতে বসো
দ্যাখো, তুমি পারো কিনা !


--- ১০/১১/২০২২, ক্যানিং লোকাল