এখানে বড্ড অন্ধকার।
আমায় মানুষ করেছো তুমি
দেখতে এসো না আমায়, এখানে বড্ড অন্ধকার।


আমি জানি
আমি জেলের কয়েদি নই।
তবু এখানের অসভ্য অন্ধকার
জাপটে ধরেছে আমায়,
আমার ফুসফুস
হাঁসফাঁস করছে
একটুকু শ্বাসের চাহিদায়,
আমার সারা শরীর
ঝংকার তুলছে
বিসূচিকা বেদনায়।


আমার শরীরে
সরস্বতীর বাস,
তার বিদ্যে-বুদ্ধি
সব হতাশাগ্রস্ত আজ।
তবু আমার চেতনার মেরুদণ্ড
আজও নোয়ায়নি তার মাথা,
আমার বেদনার রাজদণ্ড হাতে
সে দাঁড়িয়ে একা, ঘোর একা।


আমি জানি
আমি জেলের কয়েদি নই,
তবু ওদের কালো চোখে আমি আজ এ যুগের শিশুপাল॥


--- ১৯/০৯/২০২২ (রাত ১টা ১), ক্যানিং