আকাশ জুড়ে মেঘ করেছে, বৃষ্টি আসে আসে
সূয্যিমামা ডুব দিয়েছে, মনটা কেমন হাসে !


অন্ধকারের ডানায় চেপে নাচছে মেঘরাজ
গর্জাবে সে আজ বিকেলেই, এই বুঝি তার কাজ !


প্রদীপবাতি নিভবে মায়ের হাওয়ার লেগে দোল
ঝড়তুফানের মধ্যে আমি গাই মেঘমঙ্গল !


জলের নূপুর শুনব আমি, টাপুর টুপুর ওই
তাথৈ তাথৈ ভিজব আমি, বৃষ্টি আমার সই !


আবার কবে বৃষ্টি হবে, আসবে নদে বান
ভিজব আমি আবার কবে --- মন বড়ো আনচান !


--- ১৫/০৯/২০২২, ক্যানিং