অবশেষ ঘরেতে
মায়া হয় ফিরে যেতে,
ব্যথাখানা ভোলা ভালো
সময়ের জ্বরেতে !


দিনদিন আলপিন
আরো কেন সুচালো ?
চালুনিতে সুতো ফাঁসে
আসে দিয়ে সুচ আলো !


বন্যতা নগ্নতা
নগণ্য সবই আজ !
জঘন্য সমাজে
বেঁচে আছি হীনলাজ।


জ্বলে যায় বারুদের
স্তূপে আজ বিছানা ---
দুধে আজি জল কাটে
লেবু ছাড়া হয় ছানা !


মন জ্বলে ধিক ধিক
অবশেষ পাহারায়,
শুধু আমি বেঁচে থাকি
তোমাদের সাহারায়॥


--- ১১ জানুয়ারি, ২৩ / কলকাতা