চতুষ্কোণ



জীবনের একদিক কত অগোছালো !
কিন্তু আয়না যখন পড়ে আরেক দিকে,
সব কেমন সামঞ্জস্য পায়
ঠিক প্রতিসম বিন্যাস।



মাঝে মাঝে মনে হয়
সন্ধ্যার শেষ তারা
যখন অস্তপাটে আস্তানা খুঁজে পায়
কোনো এক সৌধছাদের উপর,
আমি নির্মেঘ ভেসে যাই
সেই তারাদের পারে !



প্রশান্ত এক বিশাল মহাসাগর ---
ওর বুকে যতবার ঢেউ ওঠে,
ওর নীলে যতবার
নাবিকের উচ্ছ্বাস ফেলে গ্রাস
কালো করে ওর দেহ,
শরীরের শেষ রক্তবিন্দু অবধি
প্রাণ চায় মিশিয়ে দিতে ওর জলে !
ও প্রাণ পাক
আমরা বেঁচেছি অনেক
ও বাঁচুক এবার।



আমি জানি
আমরা বাঁচব না বেশিদিন,
তাই মৃত্যুর চোখ ফোটা অবধি
আমি দেখে যেতে চাই এই পৃথিবীকে --- আয়নায় ও বাস্তবে !


--- ১২/১০/২২ ক্যানিং