আলোরা কী বলে
শুনেছ কোনো দিন !
শোকস্তম্ভ অকাল বৃদ্ধ
তার যৌবন দেখেছ ?
ভালোবাসা করেছ তো অনেকবার
তাকে বুঝেছ কোনোদিন !


তার যুবনাশ্বে লাগাম পরাতে পেরেছ ?
তার পরতে পরতে জমে থাকা
যমালয় অন্ধকার
ছুঁতে পেরেছ কোনোদিন ?
বুঝতে চেয়েছ
ভালোবাসা কী বলে !


সেই কপোতাক্ষ তীরে
শেষ যবে গিয়েছিলে
সন্ধ্যার ভিড়ে,
অবশেষ সন্ধান
করেছিলে আমার নামে ;
সেদিনও বুঝি তুমি
এতই অবুঝ ছিলে
আমার সমস্ত প্রতিবাদ
প্রতিবিম্ব প্রেম
হয়েছিল তোমার আয়নায় !


হয়তো তুমি গিয়েছিলে আবার আমার খোঁজে
শুধু দেখতে পাওনি আমায় তোমার নীল দর্পণে।


--- ২৬/০৮/২০২২, কলকাতা