নির্ঘুম সব মধ্যরাতে হে
এসো তুমি এসো।
মুক্ত হাতে চিরুনী লয়ে
মাথার পরে বসো।
এই জেগে থাকা সে তো
জেগে থাকা নয়।
শ্বাসের সাথে যুদ্ধ করে
চোখের পরাজয়।
বরাভয়ের মুক্ত বাণী
শোনাতে তো এসো।
নির্ঘুম সব মধ্যরাতে হে
মাথার পরে বসো।
কষ্ট প্রাণ জাগতে চায়
তোমা প্রতিক্ষায়।
প্রাণের জন্য প্রাণ দাও
মৃত্যু কভু নয়।
--------
স্যাপ্পোরো, জাপান
০১/১২/২০২০