বর্ষা আর শীত নিয়ে


শে খ র  ঘো ষ


ছেড়ে দাও মেঘের হাতে তোমার খোলা মন
ঝিরঝির বৃষ্টি পড়বে, রূপালী ইলিশের খোলা বুকে
মেঘের চূড়োয় উঠে বসো, নির্বাক ভেসে যাও
বাতাসের ভেতর দিয়ে, বৃষ্টির হিল্লোলিত
শ্বেতশুভ্র আলোর বিচ্ছুরণ।
মেঘভাঙ্গা বৃষ্টিতে ভেসে যাবে তোমার প্রিয় নগরী
পাশে থেকো অসহায় মানুষের।


শিথিল সময়ের তোমার প্রতিচ্ছবি ঐ বৃষ্টির আড়ালে


যখন উত্তরের বাতাস কোনো নির্জন
পথের ভেতর দিয়ে হেঁটে যেত
ওটা হতে পারে আমার আনন্দ
আমি জানি ফুটপাথের মানুষের উপর
কনকনে ঠাণ্ডা জমে থাকত
তখন আমার বুকে বাজত
ক্রন্দসী মানুষের শোকের শব্দ।


মৃদুমন্দ বাতাস নেই
নিঃশ্বাস ডুবে যেতে থাকে এক ক্লান্তি নিয়ে।