এই ঘর, এই প্রতিবেশী, এই নদী আমার ছিল
আজ আমি ছিন্নমূল
একদিন এখানেই আমার শৈশব ছিল


দ্বন্দ্বে দীর্ণ পৃথিবীর বুকে
এক চিলতে শান্তির আশ্রয় পাইনি


স্বর্গের বাতাসেও মৃত দেহের গন্ধ
কোথায় তবে শান্তি?


দেশভাগ শব্দের উৎপত্তি ঠোঁটের হাওয়া থেকে
আবার সেই শব্দ হাওয়াতেই মিশে যায়
সব যেন শূন্যতা


বুঝতে পারি যন্ত্রণার উপশম হয়নি।