আমরা তো বেঁচে আছি
ঘন কুয়াশার মতন
এক ফালি রোদ চাই
উঠে দাঁড়াতে পারি
ছুঁতে পারি আলো


নিভে আসে যখন আগুন
গঙ্গার জলের ছিটেয়
চিতার ধোঁয়া কালো পোশাক পড়ে
উড়ে যাচ্ছে স্বর্গের পথে
আগুনে সব পুড়েছে অহংকার গুলো
বুকে রাখা ছিল গীতা
পোড়া পালকের মতো
মাটি স্পর্শ করছিল ঝলসানো পাতাগুলো
কখনো তাকে মনে রেখেছি


চিতাতেই সব শেষ হয়ে যায়?


সুখ কতদিন আনন্দ দেয়
দুঃখ সারা জীবন ব্যথা দেয়।