ওপারে আমার একটি ঘর রাখা আছে
তোমরা জোর করো না
সময় হলে চলে যাব
জানি, আমি এখন অচল পয়সা


কত সুখ দুঃখ আর ভালবাসা
বাতাসের জীর্ণ সময় ধরে
কোথায় যেন ভেসে গেল


শেষ বিকেলের আলোয়
তার শরীরের ঘ্রাণ, চলার শব্দ
নিভু আলোয় একরাশ উষ্ণতা
এখনো অনুভূতিতে জেগে আছে


তোমরা এখনই যেতে বলো না


ওপারে আমার একটা ঘর রাখা আছে।