এই চোখের দিকে তাকিয়ে,  
সাত জনম কাটিয়ে দেওয়া যায়, নিমিষে।


এই রুপের মাধুরীতে আটকে থাকা যায় অনন্তের অসীম আবেশে।


এই হাসি দেখে ভুলে থাকা যায় দুনিয়ার সকল সুখ আর শান্তিকে পদাশ্রিত করে।


এই মুখশ্রীত পুষ্পরেণুর দিকে তাকিয়ে ভোগ করা যায়,
জ্যোৎস্নার রুপের সরলতার মায়াবী আবেস মেখে।


এই প্রেমে ডুব দিয়ে থাকা যায় সকল প্রেমকে বিসর্জন দিয়ে।


কিন্তু  জানো?
কোথাও না,  যেন একটা শূন্যতা আছে তার মাঝে,  যে শূন্যতা সকলের আড়ালে নিরবে নিভৃতে বুকের ভিতর এক যন্ত্রণার পাহাড় তৈরী করে।


একা নিঃশ্রেয় নিঃশব্দে গহীনে যার তৃপ্তি টা অনুভবের চেয়ে যন্ত্রনা টাই জ্বলে উঠে বেশি।


এই যন্ত্রনা বুকে নিয়ে কাটিয়ে দিবো আমি শত জনমের যুগ।


হতে হবে না আমার ভালোবাসার স্বপ্নের মাধবীলতা,  যাকে জড়িয়ে আমার অন্তর আর দেহ রঙ্গিন হবে।


তুমি ভালো থেকো, বিধাতার আশীর্বাদ যেন তোমার প্রতি কদমে কদমে বাষ্পীভূত হয়।