উড়ছে পাখি মেলছে ডানা
গাইছে হাওয়ার গান,
সুরের তালে মাতিয়ে তোলে
হচ্ছে পাগল শান।


হাওয়ার তালে উড়ে সে জন
দিচ্ছে গলায় মালা,
তার সাজিতে এতো বাহার
এতো রঙের খেলা।


আকাশ পানে দিচ্ছে উঁকি
রঙধনু সাত রঙ,
প্রজাপতি মেলছে ডানা
করছে কত ঢঙ।


এদিক ওদিক ফুলে ঘ্রাণে
খোঁজে করছে সাড়া,
হিংস্র প্রাণে ভোমরের
করছে তাদের তাড়া।


স্বরবৃত্ত ছন্দ
৪+৪+৪+২