তুমি আছো বলে,
আমার না লেখা সাদা পৃষ্ঠাগুলো কবিতা হয়ে যায়,
আমি হয়ে যায় কবি।


তুমি আছো বলে,  
কবিতা আটকায়নি শুকনো চরায়,
সে সৃষ্টির বীজ বুনে যায়,
আর আমি রোদ্রের ঢেউয়ের মত উষ্ণ হয়ে উঠি।


তুমি আছো বলে,
আমার বাগানের না ফোটা ফুলগুলো গন্ধ চড়ায়,
সবুজ পাতা রঙিন হয়ে যায়,  
আর আমি, সে রঙে রঙিন হয়ে উঠি  বৃষ্টির ফোটা হয়ে উঠে নীল কুয়াশায়,।


তুমি আছো বলে,
আমার শ্রাবনের দিনগুলো কেটে যায় অনায়াসে,
গেয়ে যায় শ্রাবনের গান,
আর আমি ভেসে যাই সে সুরের মোহনায় ।


তুমি আছো বলে,
ফুলের গন্ধ পাই শুকনো পাতায়
বাতাসের সাথে উড়ে যায় মন,
আর আমি, ভালবাসার নদীতে সাঁতার কেটে যাই সারাক্ষণ।


তুমি আছো বলে,
আমি হারিয়ে যাই ভালবাসার সাগরে,
তোমার ভালবাসা গায়ে মাখবো বলে
আর তুমি বৃষ্টির ফোটা হয়ে ছুঁয়ে দাও আমার সারা গায় ।


✍✍✍
৪ ই এপ্রিল ২০১৭