- আমি অভিশপ্ত ছেলে
- আমার বর্তমান - ইচ্ছে, অনিচ্ছের জেলে।
আমার হয়েছে'টা কি?
আমি কালিবিহীন কলমে আমার জীবনের গল্প লিখি।


হতাশার দিন কেটে যায় - রাত তো আর কাটে না!
আমার হয়ছে'টা কি?
আমি কাগজের ফুলে সুভাস খুঁজি।


আমি সিগারেটের ধোঁয়ায় বাবার দীর্ঘশ্বাস
সাদা কাগজে আমার -হয় (যে) ভোজন বিলাস!


আমি অভিশপ্ত ছেলে
আমার শৈশব কৈশোর গেলো ইচ্ছে অনিচ্ছের জেলে


আমি রাতের অন্ধকারে মায়ের কান্না মাখা চোখ
আমার কিছু একটা হোক
আমার জীবন ব্যর্থ আমি বাঁচতে চাই না আর।


আমার ভালো কাজেও মন্দ খুঁজে - পকেট টা যে খালি
- আমি সবার মুখের গালি
আমার হয়েছে'টা কি?
আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই নিজেকে দেখি।


আমি অভিশপ্ত ছেলে
বেকারত্বের মালা পড়ে দাঁড়িয়ে আছি
আমার কান্না ভেজা চোখ - রৌদ্রে শুকায়
কেউ দেখে না। আমি কেমন আছি।
----৪আশ্বিন ১৪২৭শরৎ