"মায়ের সাথে হয়না কারো বিন্দু তুলনা"

মা!
ওগো মা,
তোমার সাথে হয়না কারো,
বিন্দু তুলনা! সহ্যসারী কতই তুমি
আমায় বলনা,মা ওগো মা!


মাগো,
প্রথম যেদিন,
দেখেছি ধরা,দিয়েছি কী?
যন্ত্রনা আর কষ্ট ছাড়া,তবুও
নিয়েছো মলিন হাতে!খুশিতে হয়েছো
পাগল পারা।মা ওগো মা!!
তোমার সাথে হয়না কারো
বিন্দু তুলনা।


মাগো
রাতের পরে
রাত জেগেছো,ঘুমহীন চোখে!
সযত্নে রেখেছো আমায় তোমার বুকে।
প্রসবের জলে ভিজেছে আচল,ভিজেছে
তোমার কোল!আমার ভালোয় সদা সর্বদা
ছিলে তুমি অটল!মা ওগো মা!
তোমার সাথে হয়না কারো,
বিন্দু তুলনা।


                     (সংক্ষেপিত)