কেউ বলে না আদর করে, ভালোবাসি, ভালোবাসি!
স্বচ্ছ এবং সৎ থেকে কেউ হাসে না প্রাণ-খোলা হাসি।
ফুল দিয়ে কেউ বলে না আর, তুমি আজও ফুলের মতো,
চলো, দূরে ঘুরে আসি আমরা দু'জন, হে প্রিয়ত।


চোখের উপর চোখ রেখে কেউ বলে না আর 'আই এম সরি'!
ভালোবাসার যুদ্ধমাঠে তুমিই আমার ধন্বন্তরি।
তুমি আমার উপলক্ষ্য, তুমিই আমার কান্না-হাসা,
তুমি আমার স্বপ্নমেয়ে, তুমিই আমার ভালোবাসা।


এমন যদি বলতো কেহ, মনে রেখে সে বিশ্বাস,
রাধাজ্ঞানে কৃষ্ণ প্রেমে নিত্য দিতাম প্রেম-বিলাস।



==================
'একজন পুরুষই পারে,
আগামীকালের একটি সম্ভাব্য ধর্ষণ
বন্ধ করতে'।
==================