চাই সেথা যেতে আমার মন
যেথা গেলে শোনা যাবে এখন
পাখির কন্ঠে হেমন্তের গান।

অপেক্ষারত যেথা পাখির দল
দিগন্ত জুড়ে আবির মেখে
ঠাঁই দাঁড়িয়ে নীল আসমান।

প্রকৃতিতে শীতের আগমন ধ্বনি
সন্ধাতারার মিতালী সুর শুনি,
এ যে হেমন্তের শীতল আহ্বান।

শিশির সিক্ত রাঙা প্রভাতে
গাঁয়ের বধু, কৃষাণের কন্যা
ফুলেল শুভেচ্ছার ডালি হাতে।

তুমিও বন্ধু আসতে পার সাথে
নীল প্রজাপতির ছুটাছুটি দেখতে
হলদে কাঁচা পাকা ধানক্ষেতে।