বৃষ্টিরানীর এমনি জীবন
.....................
এমনি জীবন, এই তো আছি বেশ
আমার কথা আর ভেবনা কবি
এবার তুমি তারই হৃদয় জ্বালো
যার ঘরে আজ উঠল না ঐ রবি ।।


তার জন্য আজকে শোনাও গান
একলা আমার কাটুক এই দুপুরে
দুঃখের আগুন যার হৃদয়টা পুড়ায়
সুখের বৃষ্টি ঝরাও কথায়-সুরে।।


আমার চোখে রোজই জোনাক জ্বলে
জোছনা আজ তার চোখেতেই মাখো
যার আকাশে ডুবলো সুখের তারা
আপন করে জড়িয়ে তারেই রাখো ।।


আমার নৌকা ভাসুক কিংবা ডুবুক
নিত্য আমার কাটুক এমনি খেলায়
আজকে তারে ফিরিয়ে আন তীরে
যার জীবনটা কাটছে অবহেলায় ।।


কবি তোমার কাব্য রসের ধারায়
দাও ভরিয়ে আজকে মরা নদী
রোজই আমি সোহাগ নিয়ে ঘুমাই
কিইবা ক্ষতি এবার না হয় কাদি।।


বৃথাই আমার যাক ফুরিয়ে বেলা
উৎসবে আজ তার ঘরটি ভরো
চৈত্র দুপুর কিংবা ঝড়ের শেষে
ফিরে এসে আমার হাতটি ধরো ।।


আমার নামটি এবার ভোলো কবি
তার নামেতেই গড়ো প্রেমের মহল
চরণ তোমার ফেলবে আমার ঘরে
সেই সুখে আজ ঝরুক চোখে জল ।।


২৪ জানুয়ারি, ২০১৭।